ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :
“তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে মাদকের কুফল বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১ টায় কলেজের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, ইন্দুরকানি থানার ওসি তদন্ত মোঃ আলী রেজা।
আলোচনা সভা শেষে কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে মাদকবিরোধী খাতা ও লিফলেট বিতরণ করা হয় এবং সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।