1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে আটক- ২ মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়কের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহেল মনজুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ভান্ডারিয়ায় পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই, আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিবাদের স্থান থেকে কবির জোমাদ্দারকে নামে এক ছাত্রদল কর্মীকে আটকের পরে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হাতাহাতিতে পুলিশের এসআই  মানিক লাল হাওলাদার ও কনস্টবল মানস কুমার দাস নামে দুই জন আহত হয়। এ ঘটনার সময় ফেসবুক লাইভে এসে আটক কবির নিজেকে জেলা ছাত্রদলের সদস্য দাবি করে পুলিশকে নানা হুমকি দেয়। পুলিশ ভ্যান থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ নজরুল ইসলাম ও নাসির উদ্দীন নামে দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানে মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। পুৃলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানে মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। এসময় ভান্ডারিয়া  থানা থেকে এস.আই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে পুলিশ কবির জোমাদ্দার নামের এক জনকে আটক করে পুলিশের গাড়ীতে করে থানায় নিয়ে আসার জন্য রওনা করে।পথে মঞ্জু মার্কেটের কাছে আসলে স্থানীয় কয়েকজন পুলিশের গাড়ি আটকে কর্মী কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের উপরে হামলা চালায়। হামলায় পুলিশের এস আই মানিক লাল হাওলাদার ও কনস্টোবল মানস কুমার দাস আহত হয়।ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান, পুলিশের কাছে বাধা দেওয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযযান চালিয়ে দুইজনকে আটক করেছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।অপরদিকে মোরর্শেদা বেগম জমি জবরদখল করে দেওয়ার আপরাধে আরও একটি মামলা হয়েছে।পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি কবির জোমাদ্দারকে জেলা ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেছেন। এবং ঘটনাটি শুনেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓