কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মুক্তিযুদ্ধের নবম সেক্টরের প্রধান সংগঠক দক্ষিণাঞ্চলের প্রথম সচিবলায়ের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী পিরোজপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মনজুর ৫ম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে।রবিবার (২৫ মে) আছরবাদ উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব খান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্মু সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আমড়াজুড়ি ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মনজুর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।