নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো:মামুন শরীফ এর বিরুদ্ধে অপ প্রচার এর প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্মারক লিপি প্রদান।গজারিয়া উপজেলা পরিষদের সামনে গজারিয়া উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সা:সম্পাদক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান,উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুন সরদার,জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এমএ হানিফ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন,গজারিয়া স:কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমউদ্দীন,বিএনপি নেতা ইঞ্জি: সিরাজুল ইসলাম,সোহেল রানা মিল্কী, ওয়াকিল আহমেদ ভিপি লিটন,ফুয়াদ মৃধা প্রমুখ।এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুন সরদার বলেন,দীর্ঘদিন যাবৎ একটা মহল মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন করে আসছিল যার ফলে তীব্র নদী ভাঙ্গনের শিকার হয়েছি আমরা বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফের অত্র উপজেলায় যোগদানের পর থেকে তিনি নিয়মিত ধারাবাহিক ভাবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাত জেগে অভিযান পরিচালনা করে আসছে যার ফলে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে উঠে পরে লেগেছে,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করি।এ সময় উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান বলেন,উপজেলা ব্যাপী বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনকারী একজন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার,ব্যক্তিগত সন্মানহানী আমরা গজারিয়াবাসী মেনে নিব না।সেই সাথে একজন সৎ ও সাহসী অফিসারকে যত বেশি সময় সম্ভব গজারিয়া উপজেলায় কর্তব্য পালনের সুযোগ দিয়ে দানের অনুরোধ জানাই।সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন,তিনি ইতিমধ্যে অবৈধ আগ্নেঅস্ত্র, বুলেট, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, নিষিদ্ধ ড্রেজার, বালু বহনকারী বাল্কহেড জব্দসহ জলদস্যুদের আটক করে মোবাইল কোর্টের পাশাপাশি নিয়মিত মামলা করে আসছেন। ফলে আমরা গজারিয়াবাসী অবৈধ বালু উত্তলনের অত্যাচার থেকে রক্ষা পেয়ে আসছি।আমরা বিভাগীয় কমিশনারকে বিষয়টা সুবিবেচনার অনুরোধ করছি।পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর মাধ্যমে বিভাগীয় কমিশনার এর কাছে স্মারক লিপি প্রদান করেন।