কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস থেকে প্রাপ্ত চারা গুলো কাউখালী মডেল সরকারি প্রাথমিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়সহ স্কুলের শিক্ষকগন।গাছের চারা পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া, জেরিন, জায়েদ, মেহজাবিন, অনন্যা, রাবেয়া গাজী, তাহমিদ, সাবিহা জানায়, গাছের চারা পেয়ে আমরা খুব খুশি। বাড়িতে গিয়ে চারাগুলো লাগাব। এতে করে আমরা ছায়া ও অক্সিজেন পাব। ফল হলে সেগুলো আমরা খেতে পারব।অনুষ্ঠানে পরিবেশবান্ধব চাষাবাদ এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে ফলদ ও ঔষধি বৃক্ষের উপকারিতা তুলে ধরেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়।