1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে যুবদলের শোভাযাত্রা ও আনন্দ মিছিল কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড গজারিয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৪ গজারিয়া মহাসড়কে অটোরিক্সা ধাক্কায় পুলিশ’সহ আহত-৩. বাংলাদেশ রিপাবলিকান বিআরপি নির্বাহী কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়া মেঘনা ঘাট নদী বন্দরের নতুন ইজারাদার এর মিলাদ ও দোয়া মাহফিল ময়মনসিংহের ফুলপুর ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ৩ এর সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনেরপুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় তাকে আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টারদিকে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ মুন্সীগঞ্জ আমলী আদালত ১ এ হাজির করা হলে ওই আদালতের বিচারক আশিকুর রহমান শুনাণী শেষে তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড মঞ্জুর শেষে তাকে পূনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।এর আগেসোমবার (৩০ জুন) তাকে ঢাকার কেরনিগঞ্জ কারাগার হতে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। পরেসোমবার (৩০ জুন) রাত সোয়া ৭টার দিকে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলকরে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকেশুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, মাকসুদুল আলম বাবু, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতিআবুল হাশেম, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলেরসদস্য সচিব সোহেল রানা এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতাশামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে ঢাকারআদালতে প্রেরণ করা হলে গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুররহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে প্রেরণ করাহয়।উল্লেখ, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়কএলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুরনিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা। এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে গত ২২ জুন রাতে ঢাকারমনিপুরীপাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। ফয়সালবিপ্লব গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় সদরথানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সেপ্রেকটর মোঃ কামরুল ইসলাম মিয়া বলেন, মুন্সীগঞ্জে সজল হত্যামামলায় ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষেতার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে পূনরায় কারাগারেপ্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓