কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মী প্রভাতী রাণী প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নিভা রানী হালদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রেজাউল হক সরদার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চিরাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কাউখালী সদর ইউনিয়ন পরিষদ। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।