কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরের দেয়ালে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালেয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, দারুস সুন্নাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।প্রতিযোগিতায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।