1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড গজারিয়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কে সংবর্ধনা গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার গজারিয়া বৃক্ষ রোপণ ও কেক কেটে সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত ‎পিরোজপুরে সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত ‎ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিসেস রোকেয়া হাশেমের নের্তৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালির ‎পিরোজপুরে সন্ত্রাস ও দালাল মুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

‎আমরা দেশ প্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতাপ্রেমিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে: মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ‎

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা দেশ প্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতাপ্রেমিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। একারনে আমরা সকলকে আহবান জানাবো আসেন আমরা সবাই সেই আশা আকাঙ্খা নিয়ে কাজ করি। আপনারা দেখছেন ৫ আগস্টের পরে ইসলামের পক্ষে বাংলাদেশের মানুষের একটা হৃদ্যতা সৃষ্টি হয়েছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্যই আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি একটা বাক্স পাঠানো যায় কিনা। আল্লাহর রহমতে সেই প্রক্রিয়ায় আগাচ্ছি, এগিয়ে গেছি এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে। আমার ভাই বোনদের কাছে মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষে ইসলামের মর্মতার পক্ষে যদি দাওয়াত দিয়ে যেতে পারি আমার মন বলছে এদেশে আগাছা মাথা চাড়া দিয়ে দাড়াতে পারবে না।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, আমাদের এখন পরিবর্তনের সময় এসেছে। ৫ আগস্টের পরে দেশে যখন অভ্যুত্থান হলো। এরপর পিছনে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে সেটা চিন্তা করা বোকামি ছাড়া অন্য কিছু বলা যায় না। তারা তো পরীক্ষিত নতুনভাবে আবার কি পরীক্ষা দেবে। এজন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো আসেন আমরা দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য সংস্কার, দৃশ্যমান বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করি। আসলে বাস্তবতা হলো সবাই বোঝেও জানেও অনেকে ব্যক্তি ও দলের স্বার্থের জন্য ভালো কিছুকে গ্রহণ করতে চায় না কিন্তু বিতর্কিত করতে চায়। বাংলাদেশের ভিতরে আর বৈষম্য হবে না এটাই বাস্তবতা এটাই ইসলামের ইতিহাস এটাই হলো আমাদের দাবি।সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ মুক্তি চায় ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে,তারা শুধু জনগণ কে ধোঁকাই দিয়েছে।চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট মুক্ত হতে চায় বাংলাদেশ। আগে গণহত্যার বিচার, তারপর হবে সংস্কার, পরে দেখা যাবে নির্বাচন এবং সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে কারণ আর কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট বাংলাদেশে উৎপত্তি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।ইসলামী আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓