1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে ঘরের মধ্যে বৃদ্ধাকে জবাই করে হত্যা পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা কাঠালিয়ায় সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জনতার ঢল রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল ‎আমরা দেশ প্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতাপ্রেমিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে: মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারলিপি প্রদান গলাচিপায় ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান গলাচিপায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মৃত্যু কাউখালীতে নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৭৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ৬ নং ওয়ার্ড বিএনপি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য এহসানুল কবির (লীন) পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষা ও মুক্তির পথনির্দেশনা। এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর বিএনপি কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও আলোচনা সভার মাধ্যমে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓