ফিরোজ ফরাজী রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে, থেমে থেমে বইছে দমকা হাওয়া।এদিকে রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাহিরের বসতভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয়। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ।