পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় পর্যায়ে শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তন কক্ষে শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ,ওয়াল্ড ভিশন পিরোজপুর এপি ম্যানেজার মিল্টন সিং, পিরোজপুর এপি চাইল্ড প্রোটেকসন অফিসার লিউনিডাস বৈদ্য, প্রোগ্রাম অফিসার মার্সিয়া হালদার এবং প্রোগ্রাম অফিসার রিপন হালদারসহ ওয়াল্ড ভিশন পিরোজপুর এপির বিভিন্ন ফেসিলিটেটরবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের স্বপ্ন দেখতে হবে, আমদের শিক্ষার অর্জনের মাধ্যমে শিখেতে হবে৷ মনে করতে হবে আমি আমার জন্য যদি কিছু করতে পারি সেটা হবে আমার নিজের জন্য, আমার দেশের জন্য এবং সর্বপরি আমার পরিবারের জন্য।”অনুষ্ঠান শেষে ১০০০ শিশুদের মধ্যে ডেঙ্গু মসার থেকে সচেতন বৃদ্ধি ও নিরাপদ থাকার জন্য মশারী বিতরণ করা হয়।