কাউখালী (পিরোজপুর( প্রতিনিধি :
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল১০ টায় থেকে দুপুর সোয়া একটা টা পর্যন্ত আলাদা আলাদা ভাবে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা শাপলা চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়।জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ শাপলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।এর আগে শাপলা চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি এস,এম আহসান কবিরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এ সময় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন প্রমুখ। দুপুর সাড়ে ১২টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন ঈদগা মাঠ থেকে পিরোজপুর ২-আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীর নেতৃত্বে এক বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগা ময়দানে উপজেলা জামাতের আমির মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়েত ইসলামের আমির অধ্যক্ষ তাফাজ্জেল হোসেন ফরিদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী, কাউখালী উপজেলা জামায়াতে সাবেক আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় সকল দলের বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।