মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিক, তারেকুজ্জামান তারেক, শাহাদাৎ হোসেন ফরাজী ফরাজী প্রমুখ।