পিরোজপুর প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চাইনিজ প্যালেস-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় গ্রীন ফোর্স পিরোজপুর জেলা শাখার আত্মপ্রকাশ হওয়া কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর চেয়ারম্যান মিকাইল রহমান। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে টেকসই সচেতনতা গড়ে তুলতে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দমন সম্ভব নয়, বরং প্রয়োজন নৈতিক চেতনার জাগরণ। শৈশব থেকেই সততার বীজ বুনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতির প্রতি ঘৃণা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, আদর্শ ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না এবং সঞ্চালনায় ছিলেন মাকুল খানম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, এডভোকেট সাব্বির আহমেদ, এডভোকেট ওবায়দুল কবির বাদল, গ্রীন ফোর্স-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবীর, সাবেক কমিশনার আব্দুস সালাম বাতেন, এনজিও ব্যক্তিত্ব রফিকুল ইসলাম পান্না, নাসির উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, নারী নেত্রী মিনারা মাহবুব, জাহাঙ্গির হোসেন মিঠু সাংবাদিক নুর উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। তারা দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সংগঠনটির উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তারা।আলোচনা সভা শেষে গ্রীন ফোর্স-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।