নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সফর আগমনে ফুলেল শুভেচ্ছা জানালেন ডিসি এসবি। শনিবার ৩০ই আগষ্ট বেলা দুপুরে সার্কিট হাউস পরিদর্শনে যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাহেবকে স্বাগত জানান ফুল দিয়ে সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত ও জেলা পুলিশ সুপার জনাব শামসুল আলম সরকার পিপিএম বার।এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল উপদেষ্টা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে “তারুণ্যের উৎসব” উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।