কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র্যালি ও আলোচনা সভার কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট বিল্ডিং চত্বরে এসে শেষ হয়। র্যালীতে দলীয় নেতাকর্মীরা বাদ্যবাজনা, দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতিক নিয়ে নেচে গেয়ে অংশগ্রহন করেন। পরে উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক
সহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে নেতাকর্মীদের আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।