1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা, নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম গজারিয়ায় শিক্ষার্থী ও তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পিরোজপুর- ২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন ড. ফয়সাল খান ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

শতবর্ষী দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আক্তারুজ্জামান শেখ ও সম্পাদক পদে মো. শাহ্ আলম আকন নির্বাচিত হন। শনিবার (৬ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের বাদশা ছায়া নিকেতন কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা সমবায় কার্যালয় কর্তৃক গঠিত তিন সদস্যের নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এ সমাবায়ের সদস্য মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন অন্তর্বতী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মঈনুল হাসন।নির্বাচন কমিটির সভাপতি নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি, ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, মো. আবুল কালাম আকন। এছাড়াও, নির্বাচন ও বিশেষ সাধারণ সভার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও এ সমবায়ের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীরসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। এই নির্বাচন শতবর্ষী সমবায়টির সদস্যদের মাঝে সংহতি, অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন,“আমরা যারা এই সমবায়ের সদস্য, তারা অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান, একত্রিত হয়ে এই নির্বাচন ও মিলনমেলায় অংশ নিতে পেরেছি। এ নির্বাচন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং তা হয়ে উঠেছে সদস্যদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। সমবায় কর্মকর্তা মঈনুল হাসন বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সমবায় আইনের বিধিবিধান মেনে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৬ ও ৭ আগস্ট, দুই দিনব্যাপী। নির্বাচনে সভাপতি পদে আক্তারুজ্জামান শেখ রাহাত, সহ-সভাপতি কাজী সাহাদাত হোসেন, সম্পাদক পদে মো. শাহ্ আলম আকন, পরিচালকবৃন্দ: খাদিজা বাদশা, মো. আলমগীর হোসেন, শেখ নেছার আহম্মেদ, মো. ছালাম শেখ, মো. বাহাদুর সেখ, মো. মিজানুর রহমান, মো. নান্ন সেখ এবং মোসা. শিরিন সুলতানা নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓