
পিরোজপুর প্রতিনিধি:
শতবর্ষী দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আক্তারুজ্জামান শেখ ও সম্পাদক পদে মো. শাহ্ আলম আকন নির্বাচিত হন। শনিবার (৬ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের বাদশা ছায়া নিকেতন কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা সমবায় কার্যালয় কর্তৃক গঠিত তিন সদস্যের নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এ সমাবায়ের সদস্য মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন অন্তর্বতী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মঈনুল হাসন।নির্বাচন কমিটির সভাপতি নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি, ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, মো. আবুল কালাম আকন। এছাড়াও, নির্বাচন ও বিশেষ সাধারণ সভার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও এ সমবায়ের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীরসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। এই নির্বাচন শতবর্ষী সমবায়টির সদস্যদের মাঝে সংহতি, অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন,“আমরা যারা এই সমবায়ের সদস্য, তারা অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান, একত্রিত হয়ে এই নির্বাচন ও মিলনমেলায় অংশ নিতে পেরেছি। এ নির্বাচন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং তা হয়ে উঠেছে সদস্যদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। সমবায় কর্মকর্তা মঈনুল হাসন বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং সমবায় আইনের বিধিবিধান মেনে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৬ ও ৭ আগস্ট, দুই দিনব্যাপী। নির্বাচনে সভাপতি পদে আক্তারুজ্জামান শেখ রাহাত, সহ-সভাপতি কাজী সাহাদাত হোসেন, সম্পাদক পদে মো. শাহ্ আলম আকন, পরিচালকবৃন্দ: খাদিজা বাদশা, মো. আলমগীর হোসেন, শেখ নেছার আহম্মেদ, মো. ছালাম শেখ, মো. বাহাদুর সেখ, মো. মিজানুর রহমান, মো. নান্ন সেখ এবং মোসা. শিরিন সুলতানা নির্বাচিত হন।