পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর ইন্দুরকানীতে সাংবাদিক সঙ্গে মতবিনিময় সভা করেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার।ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার প্রবীণ রাজনীতিবিদ,সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের ছোট ছেলে। মোস্তফা জামাল হায়দার জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব।শুক্রবার বিকেলে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে মোস্তফা জোবায়ের হায়দার তিনি বলেন,আমার বাবা মন্ত্রী থাকা অবস্থায় জিয়ানগর উপজেলায় গুচ্ছগ্রাম,রাস্তা,বেইলি ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। ১২ দলীয় জোট থেকে নমিনেশন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে। পিরোজপুর এক আসনের প্রত্যেক উপজেলাকে আধুনিক হিসাবে রুপান্তরিত করবো।উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া জিয়ানগর উপজেলাকে মডেল হিসেবে রুপান্তরিত করা হবে।এখানে যুবকদের কর্মসংস্থান তৈরি করা। নারীদের কারিগরি কাজে ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাবো।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও ইন্দুরকানী রিপোর্টাস ইউনিটির সাংবাদিক বৃন্দ।ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার তিনি উপজেলার পাড়েরহাট বাজার,জিয়ানগর বাজারসহ বিভিন্ন এলাকায় তার বাবার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।