
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে উপজেলা পদ্মা সেতুর পাশের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।অভিযানে অবৈধভাবে বালু কাটার সময় ৩ জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার বিকল করে দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন ১. পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গোছানি গ্রামের মোজাফফর মাদবরের ছেলে মোঃ মোকলেছ,২.মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরচান্দা গ্রামের হযরত আলী চোকদারের ছেলে মো. ফারুক ও ৩.পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার কাছিবুনিয়া গ্রামের মো. খলিল মৃধার ছেলে মো. জুয়েল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান “নদী ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, এ ধরণের কার্যক্রম অব্যাহত