1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক কে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি ‎পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত ‎ গজারিয়ায় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট ঘটনার দুই দিন পর মামলা দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে পিরোজপুরে আলোচনা ও দোয়া মাহফিল গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২,শিশু সহ আহত ৩ ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক  পিরোজপুরে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে পিরোজপুরে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআইপাড়া সড়কের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তাঁর উদ্যোগে গঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন সংস্থা‘র কেন্দ্রীয় নিবাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন এবং মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সোহাগ এর সঞ্চলানায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য ও আমার বার্তা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চেীধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি তামিম সরদার, মোহনা টেলিভিশন প্রতিনিধি নূর উদ্দিন, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন, দেশটিভি প্রতিনিধি জালিস মাহমুদ, সবুজ নিশান প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রী, প্রথম কথা প্রতিনিধি সুদর্শন ব্যানার্জী, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দিপঙ্কর রায়, সাদী মোঃ হিমেল ও সাহারিয়ার কিংজল প্রমুখ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓