1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলায় বহিস্কৃত পৌর যুবদল নেতা র‍্যাবের হাতে আটক রাজাপুরে স্বেচ্ছাসেবক ও যুবদল নেতার বিরুদ্ধে চাদাবাজি অভিযোগ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হুইল চেয়ার, স্ট্রেচার, ফ্যান বিতরণ করা হয়েছে গজারিয়া ট্রলার থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র শ্রীপুরে মাদক কে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি ‎পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত ‎ গজারিয়ায় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট ঘটনার দুই দিন পর মামলা দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে পিরোজপুরে আলোচনা ও দোয়া মাহফিল গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২,শিশু সহ আহত ৩

মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলায় বহিস্কৃত পৌর যুবদল নেতা র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলার আসামি সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল (৪২) র‍্যাবের হাতে আটক।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার করে র‍্যাব ৮ এর একটি টিম। আটকের পর ঐদিন রাতে তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।বেল্লাল পৌর ৩ নং ওয়ার্ডের দেলোয়ারের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য।মঠবাড়িয়ায় চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার আসামি তিনি।জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর মঠবাড়িয়া পৌর যুবদলের সদস্য বেল্লাল উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মব সৃষ্টি ও মারামারির সাথে জড়িত থাকেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়ার একটি খাবার হোটেলে মব সৃষ্টি করে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় মঠবাড়িয়া থানায় হোটেল মালিক সুমী বেগম কর্তৃক বাদী হয়ে বেল্লাল সহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই পিরোজপুর জেলা যুবদল কর্তৃক বহিষ্কৃত হয় বেল্লাল। মঠবাড়িয়া থানায় গত ১৩ এপ্রিল উপজেলার তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার প্রধান এজাহার ভুক্ত আসামি তিনি এবং পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় প্রধান আসামি এই বেল্লাল। এছাড়াও মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ ও র‍্যাব জানায়, বেল্লালের অন্যতম সহযোগী ও চোর চক্রের সক্রিয় সদস্য (পালাতক আসামি) খালিদ ইমনসহ চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন, পৃথক ২টি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বেল্লালকে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়। এসব মামলার অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓