কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে ধামছে না মা ইলিশ নিধন। কর্তৃপক্ষের দায়সারা অভিযানের ফলে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা। উপজেলার সন্ধা, কঁচা, কালীগঙ্গা, চিরাপাড়া, গাবখান সহ বিভিন্ন নদীর শাখা-প্রশাখায় জেলেরা নিষিদ্ধ সময় অবৈধভাবে জাল দিয়ে নির্বিচারে মাছ নিধন করে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস কর্মকর্তা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে। এরপরেও উপজেলার চিরাপাড়া, বেকুটিয়া, মেঘপাল, বাদামতলা, সুবিদপুর, ব্রাক্ষ্মনচিত্মা, গোপালপুর সহ বিভিন্ন এলাকায় সন্ধা কিংবা অতি ভোরে অবৈধভাবে ধরা মাছ গ্রামে গ্রামে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা।এ ব্যাপারে নদীতে ঘুরে খোঁজ খবর নিলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, নদীতে তেমন কোন কঠোর অভিযান না থাকায় সুযোগ বুঝে নিয়মিত পানির নিচে জাল ডুবিয়ে মাছ ধরছেন। মাছগুলো নিয়মিত গ্রামে গ্রামে কমদামে বিক্রি করছে জেলেরা।এ ব্যাপারে মৎস কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মৎস অফিসে জনবল সংকট রয়েছে, জেলা মৎস কর্মকর্তার দিক নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মিটার জাল ধ্বংস করেছি। এসময় তিনি আরো জানান, নৌ বাহিনী, নৌ পুলিশ, জেলা মৎস অফিস, জেলা প্রশাসন সবাই আলাদা আলাদাভাবে অভিযান করার সরকারি নির্দেশনা রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, মৎস কর্মকর্তাকে সাথে নিয়ে উপাজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৫ জেলকে আটক করে বিভিন্ন মেয়াদে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।