1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

রূপালী ব্যাংক পিএলসি’র পিরোজপুর কর্পোরেট শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন।গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ ও সেবা উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) পিরোজপুর কর্পোরেট শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (বরিশাল বিভাগ) আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক ও পিরোজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার এফ. এম. আনমুল হক। ‎সভাপতিত্ব করেন পিরোজপুর কর্পোরেট শাখার শাখা প্রধান জনাব মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক দেশের উন্নয়নযাত্রার অংশীদার। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন দ্রæত, সহজ ও স্বচ্ছ সেবা পান। কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণসহ সব ধরনের সেবায় রূপালী ব্যাংক গ্রাহকবান্ধব নীতিতে কাজ করছে। তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের এই সময়ে তরুণ প্রজন্মকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আমন্ত্রিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।ব্যাংক সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত গণশুনানি, প্রাক্কলন কৃষি ঋণ বিতরণ, শ্রেণিকৃত ও পুনঃতফসিলকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓