1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর- ২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন ড. ফয়সাল খান ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎পিরোজপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎ পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উদযাপন ঐতিহ্য ও সংস্কৃতির কাচারি ঘর হারিয়ে যাচ্ছে ! নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন গজারিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পিরোজপুর- ২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন ড. ফয়সাল খান

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর -২ ( কাউখালী -ভান্ডারিয়া – নেছারাবাদ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও শিক্ষাবিদ ড. ফয়সাল খান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রাথমিকভাবে দেশের ১০৯টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় তিনি পিরোজপুর -২ আসনে এবি পার্টি দলীয় প্রার্থী হিসেবে ড. ফয়সাল খান এর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
জানা যায়, ড. ফয়সাল খান পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের খান বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ফলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে পিতা আব্দুস ছাত্তার খানের চাকরির সূত্রে তিনি ঢাকায় চলে যান এবং গাজীপুর জেলার টঙ্গীর পাগার এলাকায় বসবাস করেন। সেখানে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা থেকে দাখিল, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কিছু দিন পিরোজপুরের নেছারাবাদের মিয়ারহাট শাখায় যোগ দেন। ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বৃত্তিপ্রাপ্ত হলে চাকরি ছেড়ে মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM) (আন্তর্জাতিক ইসলামিকবিশ্ববিদ্যালয় মালয়েশিয়া)-এ উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। সেখান থেকে তিনি অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। আইআইইউএম-এ অধ্যয়নকালে তিনি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে “IIUM UNESCO Club” (আইআইইউএম ইউনেস্কো ক্লাব) এর প্রথম নির্বাচিত সভাপতি হন এবং বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উদযাপনে নেতৃত্ব দেন। বর্তমানে ড. ফয়সাল খান গবেষণা প্রতিষ্ঠান পলিসি হাউস (Policy House)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (BIIF)-এর গবেষণা ফেলো এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও জাতিসংঘ পুঁজি উন্নয়ন তহবিল (UNCDF)-এর জাতীয় পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।
তিনি ছোটবেলা থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রা, শিক্ষার সুযোগ ও সামাজিক বৈষম্য প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে তার মানবিক নেতৃত্ব ও রাজনৈতিক চেতনা। তিনি রাজনীতিকে ক্ষমতার নয়, দায়িত্বের জায়গা থেকে দেখেন। তার রাজনৈতিক দর্শন হলো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মনোনয়ন পাওয়ার পর ড. ফয়সাল খান বলেন, পিরোজপুর -২ আমার শিকড়। আমি বিশ্বাস করি, সততা, শিক্ষা ও সৎ নেতৃত্বের মাধ্যমে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী দেশ গড়ে তোলা সম্ভব। এবি পার্টির এই মনোনয়ন শুধু আমার নয়, এটি নতুন প্রজন্মের রাজনীতির প্রতি বিশ্বাসের প্রতিফলন। তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার শিক্ষার উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাঝামাঝি শিল্পের বিকাশ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ইসলামী সামাজিক অর্থায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদারে তথ্যভিত্তিক ও বাস্তবমূখী ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓