1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ করেছেন তার কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার।শনিবার (১ নভেম্বর) দুপুরে পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।গণসংযোগকালে ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার জনগণের সামনে আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, নির্বাচনী আসনের প্রতিটি ইউনিয়নের রাস্তা উন্নয়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি হৃদরোগ ও কিডনি চিকিৎসার জন্য জাতীয় মানের বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন করা হবে।তিনি আরও প্রতিশ্রুতি দেন, ইউনিয়নভিত্তিক আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিভাগকে জাতীয় মানের করে তোলা এবং তরুণ প্রজন্মকে ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাপস ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।‎নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নারী উদ্যোক্তাদের জন্য হ্যান্ডিক্রাফট, ডিজিটাল মার্কেটিং ও ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।এছাড়া কৃষি উন্নয়নে প্রান্তিক কৃষকদের জন্য সহজ কৃষিঋণ, সার-বীজে ভর্তুকি, আধুনিক কৃষি প্রযুক্তি ও স্বল্পমূল্যে পরিবহন ব্যবস্থা চালুর আশ্বাস দেন তিনি। সবজি ও কাঁচা পণ্য সংরক্ষণের জন্য পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে হিমাগার স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন। গণসংযোগে আরও উল্লেখ করা হয়, নাজিরপুর-পিরোজপুর মহাসড়কে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা,নদীভাঙন রোধ ও নদীর নাব্যতা রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।এ সময় বক্তারা বলেন, মোস্তফা জামাল হায়দারের মন্ত্রিত্বকালীন সময়ে পিরোজপুরে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, তা আজও দৃশ্যমান। তার হাত ধরেই এ অঞ্চলের অবহেলিত জনপদে উন্নয়নের ধারা শুরু হয়েছিল।গণসংযোগে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓