1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়ন আটিপাড়া গ্রামের জয় বাংলা বাজার সংলগ্ন ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকালে ক্রয়কৃত জমিতে ইট বালি সিমেন্ট দিয়ে প্রাচীন নির্মাণ করছিলেন ঐ গ্রামের মৃত্যু শফিজ উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ শামসুল আলম হাওলাদার, নির্মাণ কাজ চলাকালীন দুপুর ১২টার দিকে একই গ্রামের মৃত্যুর সেরাজ উদ্দিন সরদারের পুত্র মোঃ মোশারফ সরদার বাধা দেয় এবং নির্মাণ কাজে ব্যবহৃত বালি সিমেন্ট নষ্ট করে ও কিছু ইট ফেলে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।উভয় পক্ষকে ওই জমি থেকে সরিয়ে দেন। কাজে বাধা দানের বিষয়ে ভুক্তভোগী শামসুল আলম হাওলাদার বলেন, জনৈক মোশারফ হাওলাদার তাঁর জমি স্থানীয় নান্টুর কাছে অনেক আগে বিক্রি করে, আমি তার কাছ থেকে ক্রয় করি।এবং মোশারফ হাওলাদার ও তার ফুপু আমার কাছে সরাসরি জমি বিক্রি করেন।তাই আমি আমার ক্রয় কৃত জমিতে সীমানা প্রাচীর করতেছি তাতে বাধা দেওয়ার অধিকার কারণেই।অভিযুক্ত মোশারফ সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই জমি মোশারফ হাওলাদার কাজ থেকে ক্রয় করেছি, এই জমি আমার শামসুল আলম আমার জমির দখল নেওয়ার চেষ্টা করেছে।উজিরপুর মডেল থানার এস আই মোঃ ইউসুফ জানান মোশারফ সরদার, একই মালিকের অন্য দাগ থেকে জমি ক্রয় করেছে, মালিক জমি বুঝিয়ে না দেওয়ায়,মোশারফ সরদার বাধা প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓