1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর উদ্দ্যোগে গাজীপুর আদালতে কর্মবিরতি বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুরের কর্মবিরতি গজারিয়া দিন দুপুরে চুরি,জমি বিক্রির টাকা হারিয়ে দিশেহারা হত দরিদ্র একটা পরিবার গলাচিপার ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ককে অব্যহতি ফুলপুরে ট্রাফিক স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান  গজারিয়ায় একজন সম্ভাবনাময় তরুনের অন্তিম যাত্রা,শোকে স্তব্ধ এলাকা রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

উজিরপুরে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়ন আটিপাড়া গ্রামের জয় বাংলা বাজার সংলগ্ন ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকালে ক্রয়কৃত জমিতে ইট বালি সিমেন্ট দিয়ে প্রাচীন নির্মাণ করছিলেন ঐ গ্রামের মৃত্যু শফিজ উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ শামসুল আলম হাওলাদার, নির্মাণ কাজ চলাকালীন দুপুর ১২টার দিকে একই গ্রামের মৃত্যুর সেরাজ উদ্দিন সরদারের পুত্র মোঃ মোশারফ সরদার বাধা দেয় এবং নির্মাণ কাজে ব্যবহৃত বালি সিমেন্ট নষ্ট করে ও কিছু ইট ফেলে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।উভয় পক্ষকে ওই জমি থেকে সরিয়ে দেন। কাজে বাধা দানের বিষয়ে ভুক্তভোগী শামসুল আলম হাওলাদার বলেন, জনৈক মোশারফ হাওলাদার তাঁর জমি স্থানীয় নান্টুর কাছে অনেক আগে বিক্রি করে, আমি তার কাছ থেকে ক্রয় করি।এবং মোশারফ হাওলাদার ও তার ফুপু আমার কাছে সরাসরি জমি বিক্রি করেন।তাই আমি আমার ক্রয় কৃত জমিতে সীমানা প্রাচীর করতেছি তাতে বাধা দেওয়ার অধিকার কারণেই।অভিযুক্ত মোশারফ সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই জমি মোশারফ হাওলাদার কাজ থেকে ক্রয় করেছি, এই জমি আমার শামসুল আলম আমার জমির দখল নেওয়ার চেষ্টা করেছে।উজিরপুর মডেল থানার এস আই মোঃ ইউসুফ জানান মোশারফ সরদার, একই মালিকের অন্য দাগ থেকে জমি ক্রয় করেছে, মালিক জমি বুঝিয়ে না দেওয়ায়,মোশারফ সরদার বাধা প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓