কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে চারটি গাঁজা গাছসহ সুমন ঘোষ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১ মে) রাতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক সুমন ঘোষ ওই গ্রামের শুধাংশু ঘোষের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে কাউখালী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সুবিদপুর গ্রামের শুধাংশু ঘোষের বাড়িতে অভিযান চালায়।এ সময় শুধাংশু ঘোষে বাড়ির বাগান থেকে দেড় ফুট লম্বা ৪ টি গাঁজা গাছ ও সেবনের করার জন্য সাথে রাখা ২০ গ্রাম গাঁজা সহ সুমন ঘোষকে আটক করে।
কাউখালী থানার অফিসার (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।