1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

গজারিয়া সাংবাদিক মাজহারুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা একাত্তর টিভির নির্বাহী প্রযোজক ও সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম ভাইয়ের পিতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুল ইসলামের (৭০) আর নেই।ভবেরচর কলেজ রোড এলাকায় তার নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হয়ে মফিজুল ইসলাম ইন্তেকাল করেন তিনি।একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধার বয়স হয়েছিল ৭০ বছর।গজারিয়া বাসিন্দা মফিজুল ইসলাম এক ছেলে, এক মেয়ে, নাতি-সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।তিনি মরহুম সামুদ আলী সরকার সন্তান।দুপুরে ভবেরচর কলেজ রোড মাঠ প্রাঙ্গণে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি কায়সার বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুল ইসলামের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামকে গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাম্মি কায়সার উপস্থিত ছিলেন।আরোও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান শহিদ ইঞ্জিনিয়ার লিটন, ইমামপুর ইউনিয়নে চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি এরপর জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, সমাজসেবী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এবং রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের গোরস্থানে দাফন করা হয়।এদিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান একাত্তর টিভির নির্বাহী প্রযোজক ও সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম জানান, আমার আব্বু আর নেই।সকলের কাছে দোয়া চাই,আব্বুর জন্য দু হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চাই।আমার আব্বুকেও সকলে মাফ করে দিয়েন গজারিয়া প্রেসক্লাবের পক্ষে থেকে বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓