নাজমুল হক মুন্না :
প্রকাশিত সংবাদের জেরধরে এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম, বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে আজ রবিবার বেলা এগারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উজিরপুরের সাংবাদিক নাজমুল হক মুন্না, মাহফুজুর রহমান মাসুম।এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, সাংবাদিক ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, নির্বাহী সদস্য এইচএম আলামিন।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক উৎপল চক্রবর্তী, নির্বাহী সদস্য ফাহাদ মিয়া, বিনয় শিয়ালী।গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক লোকমান হোসেন রাজু প্রমুখ।বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।