কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
দেশের চলমান বিশেষ পরিস্থিতি নিয়ে পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ জাহিদুল ইসলাম, কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ সাদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন কাউখালী শাখার সভাপতি মোহাম্মদ আলী হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কর্মকার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ।এসময় সব ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।