নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ গত ৪ আগস্ট মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিকেলে শহরের খাল ইস্ট এলাকার সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৩৩ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ মামলা দায়ের করা হয়।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়াকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জেলা সুলতান আহমদ।মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া (৫৮), সহ সভাপতি আতাউর রহমান ভূইয়া (৬৫), শিপলু সরকার (৪৫), শিপন ভূঁইয়া (৪২), শাওন ভূঁইয়া (৪০), বোরহান (৫০), মনির হোসেন ভুইয়া, রোকন ভূঁইয়া (৫২), মুছা মাদবর (৫২), আক্তার ভূঁইয়া (৫৫), সাজ্জাদ হোসেন সাগর (কাউন্সিলর) (৩০), পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল (৩০), নাজমুল (৩২), আলমগীর হোসেন (৫৫), বাপ্পি (২৫), তাজরিয়ান (৩০), মানিক (২৮), নিরব – (২৫), নিলয় (৩০), গোলাম মোস্তফা হিমেল (৩২), মোঃ রাফি (৩০), মোঃ মিলন (চাকু মিলন) (৫০), মোঃ রাতুল শেখ (৩০), জহিরুল ইসলাম (নান্টু) (৬০), আলী আসকর খোকন খালাসী (৫০), শিমুল (৪০) আঃ রাজ্জাক (৬৫), আঃ কাদির (৩৮), মোঃ মোকার রাব্বি খান (লিখন) (৫৮), নিজাউদ্দিন (৪০), রাশেল (৪০), রিপন (গেলাসি) (৫২) ও রফিকুল মোল্লা (২৫)।মামলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাংচুর করে রেষ্টুরেন্টের ক্যাশবক্স থেকে নগদ দেড় লাখ টাকা, ৫টি এসি, ২টি ওয়ালটন ফ্রিজ, ১২ টি সিলিন ফ্যান, ৩৫ কেজি ওজনের ১০টি সিলিন্ডার গ্যাস, একটি কাবাব মেশিন, ১টি ওভেন, একটি কফি মেশিন লুটপাটের অভিযোগ করেন সুলতান আহমদ।
এছাড়াও সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, হাড়ি, পাতিল, কাপ, পিরিচ সহ সকল আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠে।