1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সমন্বয়ক দল, হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় 

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল রোববার (৮ সেপ্টেম্বর) শহরের একটি রেস্তোরাঁয় দুপুরের আগে গত ৪ আগস্টের সহিংসতায় নিহত তিন জন এবং ঢাকায় নিহত ছয় জনসহ আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা এর আগে, বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল মুন্সীগঞ্জে আসেন।প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি, আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল ও সিরাজ সরদারের ছেলে নূর মোহাম্মদ ডিপজল। আহত হন অর্ধশতাধিক মানুষ।এদিকে, বিকেলে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓