উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, বীরমুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা ,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, ইউসুফ হোসেন হাওলাদার, বেবী রানী দাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রাখাল চন্দ্র বিশ্বাস মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। সভা শেষে উজিরপুর মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।