1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ঘোষণা গজারিয়ার টেংগারচরে পবিত্র ঈদে মিলাদুন নবী(সাঃ) ও জুলশে জুলুস পালিত মুন্সিগঞ্জে মাননীয় উপদেষ্টা আগমনে ফুলেল শুভেচ্ছা জানালেন ডিসি এসপি দুর্নীতির বিরুদ্ধে গ্রীন ফোর্স পিরোজপুরের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের শামসুদ্দোহা মঠবাড়িয়ায় বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোক অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাঙ্গাবালীতে গণঅধিকারের নুরুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি গজারিয়া মাও:হোসাইন আহমদ ইসহাকীর গণসংবর্ধনা গণ অধিকারের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদীখান উপজেলায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের নিকট হতে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটর সাইকেল জব্দ করা হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।গ্রেফতারকৃত ৭ জন হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন(৪২), সুজন (৩০), সমির হোসেন (৪২)। তারা সবাই আন্ত:জেলা পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী ঢাকা থেকে নবাবগঞ্জ বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মধ্য মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে স্বর্ণব্যবসায়ীকে নামীয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় একই দিন সিরাজদীখান থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ ঘটনার ১২ দিনের মাথায় রবিবার তথ্য প্রযুক্তির ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযান মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓