1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি গজারিয়া স্বর্ণের দোকানে ছিনতাই দোকানিকে ছুরিকাঘাতে আহত বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, সঙ্গী ৮ জন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত

গজারিয়ায় বিক্ষোভ সমাবেশ হাইকমিশনে হামলা, আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধ

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা।গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৌহিদি জনতার ঐক্য এ-ই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।এ প্রতিবাদ সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদ মাদ্রাসা থেকে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।বিক্ষোভ ও প্রতিবাদ সভায় শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মুফতি বেলাল হোসাইন, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন সরকার প্রমূখ।এ সময় তাদের বক্তব্যে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে যে হামলা, ভাংচুর এবং আমাদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য এদেশে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারকে জবাবদিহি চাইতে হবে। জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।ভারত সরকারকে বলেছি, যেসব সন্ত্রাসী এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড ও ভারতীয় গণমাধ্যমের গুজব ছড়ানোর পিছনে কি কারণ তা আমরা জানি। পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিন্তু আমরা তা হতে দিবো না। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে দেশের ধর্মপ্রাণ মানুষের পাশে থাকবে বিএনপি।প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবেরচর কলিম উল্লাহ কলেজ সড়ক দিয়ে ভবেরচর ঈদগাহ হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓