1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় অপ-চিকিৎসায় নবজাতকের মৃত্যু : ক্লিনিক বন্ধের দাবী

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজারে মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অপ-চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নবজাতকের বাবা ব্যবসায়ী কামেল হাওলাদার শিশু হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি ও ক্লিনিক বন্ধের দাবীতে রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার দুপুরে ওই ক্লিনিক বন্ধ ও নবজাতক হত্যার বিচারের দাবিতে ওই ক্লিনিকের সামনে এলাকাবাসি বিক্ষোভ করেন। কামেল হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের কামাল হাওলাদারের ছেলে।মৃত্যু নবজাতকের বাবা কামেল হাওলাদার জানান, আমার স্ত্রী আয়শা আক্তার গত ১০ ডিসেম্বর প্রসব বেদনা শুরু হলে স্থানীয় গ্রাম্য মহিলা চিকিৎসক সেলিনা বেগম ১১ ডিসেম্বর সাফা বাজার মনির ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিক মালিক মনির আমাকে আশ^াস দেয় অন্য কোথাও নেয়ার দরকার নেই। এখানে অভিজ্ঞ সার্জন ও নার্স আছে তারা নরমাল ডেলিভারী করতে পারবে, প্রয়োজনে ভালো ভাবে সিজার করবেন। নরমাল ডেলিভারী কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ অনেকক্ষন চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাকে না জানিয়েই সিজার করেন এবং মৃত্যু সন্তান হয়েছে বলে আমাকে জানায়। এমনকি আমাকে আল্টাসনোগ্রাফির রিপোর্ট গড়িমাসি করে দুদিন পরে দেয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা চলছে। ময়লার পানি ট্রাপ দিয়ে ফ্লোরে পরছে। সেখানে পলিথিন ঝুলিয়ে রাখছে। অপারেশন থিয়েটারে মরিচাপড়া যন্ত্রপাতি, দেয়ালে রক্ত, থুথু ও পানের পিক। পাশের রুমে ১৮ জোড়া হাতের ওয়ানটাইম গেøাবস ধুয়ে শুকাতে রেখেছেন।এ বিয়য়ে ক্লিনিকের স্বত্ত¡াধিকারী মনির হোসেন বলেন, অপারেশন থিয়েটারে শিঘ্রই রং করা হবে। গেøাবসগুলো সরিয়ে ফেলা হবে।সার্বক্ষণিক একজন এমবিবিএস ডাক্তার ও ডিপ্লোমাধারী নার্স আছেন কি? তিনি ডাক্তার ও নার্স না থাকার বিষয়টি অকপটে স্বীকার করেন এবং সংবাদ না করার জন্য অনুরোধ জানান।উল্লেখ্য- ২০২৩ সালের ১৮ অক্টোবর মনির ক্লিনিক অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৎকালীন সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান অপারেশনের সার্জিক্যাল ডাক্তার, আলট্রাসনোগ্রাম, রক্ত ও প্রেসার মাপাসহ বিভিন্ন পরীক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার দোষ স্বীকার করায় ওই ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন।স্থানীয় বাসিন্দা মো. সাকায়েত হোসেন, রুবের বেপারী, কামরুল হোসেন জানান, এ ক্লিনিকে একাধিক অঘটনা ঘটেছে। স্থানীয় সুবিধাবাদীদের ম্যানেজ করে তার অবৈধ কর্যক্রম পরিচারনা করে আসছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। বিজয় দিবসের পর সরেজমিনে গিয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓