1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ঝালকাঠিতে ‘জুলাই শহিদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত ‎ ‎ কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি জামায়াতের বিজয় মিছিল সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন: মাসুদ সাইদী ‎ গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান

পিরোজপুরে সেনা সদস্যকে কুপিয়ে আহত : গ্রেফতার-৩

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে কাউখালীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোররাত পোনে ৪টার দিকে জেলার পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ শিকদার কক্সবাজারের রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জেলাগাতির ফলইবুনিয়া গ্রামের মো. সালাম শিকদারের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। জানা গেছে, ঘটনার সময় মিরাজ শিকদার কাউখালীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে প্রতিপক্ষরা পিরোজপুরের রানীপুর এলাকায় তাদের হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মিরাজ শিকদার ও মিঠু খন্দকারকে গুরুতর জখম করে।পরে তাদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা সিএমএইচ এ রেফার করেন। এ ঘটনায় আহত মিরাজ শিকদারের পিতা মো. সালাম শিকদার বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনায় কাউখালী থানার পুলিশ উপজেলার ফলইবুনিয়া গ্রাম থেকে বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯) ও হাসিনা খাতুন (৩২) নামে ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম আহত মিরাজ শিকদারের বাড়িতে ছুটে যান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, সেনা সদস্যকে কুপিযে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানার সহায়তায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম ভীকটিম ও বিবাদীর বসতবাড়ি এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓