নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা অভ্যর্থানায় সমাজ কল্যাণ বিষয় সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি,র কামরুজ্জামান রতন, মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পি সেবা চালু হয়, ডাঃ নূর-ই-ফেরদৌস (নিম্মি)এম.বি.বি.এস (ডি.এম.সি), এফ.সি.পি.এস (গাইনী অনকোলজি এম.এস (অবস্ ও গাইনী)প্রসূতি, বন্ধ্যাত্ব এবং গাইনী বিশেষজ্ঞ ও সার্জন সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন-পিজি হাসপাতাল, শাহবাগ,ঢাকা, ডঃ এইচ এম আল আমিন অর্থপেডিক পঙ্গু হাসপিটাল ঢাকা, ডাঃ শামসুল আলম সরকারি অধ্যয়াক অর্থোপেডিক্স পঙ্গু হাসপিটাল ঢাকা,ডাঃখন্দকার আসাদ কবির মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গজারিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গজারিয়া শাখার (রতন গ্রুপ) উদ্যোগে একটি ‘ফ্রী মেডিকেল ক্যাম্পেইন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ কামরুজ্জামান রতন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সিগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপি মোহন, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিপি মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ ফারুক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান, বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক,ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আমিন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল মেম্বার, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসমত আলী তাতী,সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।