1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গজারিয়া বাসায় মিলল ৩০০ বস্তা চিনি, বাড়ির মালিকের ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাসা বাড়িতে গোডাউন বানিয়ে অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন যাবত চিনি মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি ও বাজার সিন্ডিকেট ব্যবসা করে আসছিল বিল্লাল ও ইব্রাহিম নামে দুই ব্যবসায়ী।এ সময় ওই গোডাউন থেকে ৩শত বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামের ব্যবসায়ী ইব্রাহিম ও ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চিনি অবৈধভাবে মজুত রেখেছেন। তারা এসব খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম এর নির্দেশে বালুয়াকান্দী আতিক নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহন মিয়ার ছেলে ইব্রাহিম ও জোহুর আলীর ছেলে বিল্লাল এর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩শত বস্তা চিনি পাওয়া যায়।এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ না করায় বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে তা উচ্চ মুনাফার আশায় ব্যবসায়ীরা এমনটি করেছেন। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে চিনি ও বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন জরিমানা শেষে ব্যবসায়ীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেওয়া হয়।এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓