1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ষকের ফাঁসি দাবিতে কাউখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতণ, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে পিরোজপুর ও কাউখালীতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে কলেজ ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন কলেজ ক্যাম্পাস এলাকা।এসময় স্লোগানে তারা বলেন,তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলা ধর্ষকের ঠাঁই নাই। ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু।এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী বলেন, বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ২৪ এর গণ অভ্যুত্থানের পরও এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক। তাই আমরা আর চুপ করে থাকতে পারি না! ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আইনের কঠোর প্রয়োগ চাই, বিচার চাই। আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে একটি নিরাপদ বাংলাদেশ গড়ি, যেখানে কোনো শিশু, নারী ধর্ষণের শিকার হবে না। ন্যায়বিচার নিশ্চিতের জন্যই আমাদের এই আন্দোলন!কাউখালী মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফাহিমা আক্তার বলেন, সমাজের কিছু মানুষ ধর্ষণের কারণ মনে করেন নারীর পোষক, তবে তাই যদি হয় কেনো সাত আট বছরের শিশুরা ধর্ষণের স্বীকর হচ্ছে ? সমাজের কাছে জবাব চাই? পোষাক নয়, বরং কিছু পুরুষের বিকৃত মানসিকতাই ধর্ষণের কারন।ধর্ষণের বিচারের দাবি চেয়ে সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন বলেন, ধর্ষণের বিচার তিন দিনের মধ্যে চাই, ধর্ষক যেখানে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে ১৮০ দিন কেন? ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে। এসময় বিক্ষোভ ও মানববন্ধনে সরকারি মহাবিদ্যালয় ও মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক – শিক্ষার্থী সহ ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓