1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিক্সা চালককে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে ছাব্বির শিকদার (২৫) নামে এক অটোরিক্সা চালককের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ( ২১ মার্চ) দুপুরে উপজেলার ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। নিহত সাব্বির শিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন শিকদারের ছেলে।ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামের একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। শুক্রবার সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের টিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে।নিহতের পিতা হারুন শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয় সাব্বির। এরপর সে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হন। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের মৃতদেহ দেখে সনাক্ত করা হয়। তবে ঘটনাস্থলে তার অটোরিক্সাটি পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ছাব্বির মাদকাসক্ত ছিল। তারা ধারণা করছেন, সাব্বিরের রিক্সাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান জানান, সদর উপজেলার টোনা ইউনিয়ন থেকে ছাব্বির নামে এক রিক্সাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓