1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বেসরকারি সংযোগকারী বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীন গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এলাকাবাসীর অভিযোগ, মিরেরগাঁও মৌজার ঘনবসতিপূর্ণ বসতবাড়ি ও তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে বেসরকারি কোম্পানির এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন বহু পরিবার জমি হারাবে, অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়ে জীবিকা বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক হাবুল গলিয়া, টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নাসিম মেম্বার, জাহাঙ্গীর প্রধান, আক্তার হোসেন, টট মহাসিন, জাহাঙ্গীর নক্তি, সুমন, নাজমুল হাসান, গোলাম কাদের, মোয়াজ্জেম, শুভ ও রাকিব মিজান, নুরুল হক, দ্বীন ইসলাম, আনিস, বাসারসহ শতাধিক নারী-পুরুষ এবং যুবসমাজ।এ সময় বক্তারা জানান, এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসতবাড়ি এবং আবাদি জমির উপর দিয়ে নির্মাণ করা হলে শুধু সম্পদ হারানোর আশঙ্কাই নয়, একই সঙ্গে মানুষের জীবন-নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।স্থানীয় বাসিন্দা হাবুল গলিয়া বলেন, “আমাদের ঘরবাড়ি, ভিটেমাটি, তিন ফসলি জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসালে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। আমরা এই অন্যায় প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।নাসিম মেম্বার বলেন, “বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন বসতবাড়ি আর আবাদি জমি ধ্বংস করে এই লাইন বসানো হচ্ছে তা বোধগম্য নয়। এই প্রকল্প বন্ধ করতে না পারলে আমরা ঢাকাসহ দেশব্যাপী আন্দোলনে যাব।এলাকার যুব প্রতিনিধি সুমন বলেন, “বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তবে মানুষের বসতভিটা আর জমির ক্ষতি করে নয়। আমরা শান্তিপূর্ণভাবে এই প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি জানাচ্ছি।এ সময় বক্তারা আরও জানান, তারা প্রকল্প কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কৃষক,শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓