1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন গজারিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী আহসান হাবিব লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিনহাজুল হক মিন্টু ও সুমন বিশ্বাস পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি গজারিয়া স্বর্ণের দোকানে ছিনতাই দোকানিকে ছুরিকাঘাতে আহত

গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বেসরকারি সংযোগকারী বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীন গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এলাকাবাসীর অভিযোগ, মিরেরগাঁও মৌজার ঘনবসতিপূর্ণ বসতবাড়ি ও তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে বেসরকারি কোম্পানির এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন বহু পরিবার জমি হারাবে, অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়ে জীবিকা বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক হাবুল গলিয়া, টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নাসিম মেম্বার, জাহাঙ্গীর প্রধান, আক্তার হোসেন, টট মহাসিন, জাহাঙ্গীর নক্তি, সুমন, নাজমুল হাসান, গোলাম কাদের, মোয়াজ্জেম, শুভ ও রাকিব মিজান, নুরুল হক, দ্বীন ইসলাম, আনিস, বাসারসহ শতাধিক নারী-পুরুষ এবং যুবসমাজ।এ সময় বক্তারা জানান, এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসতবাড়ি এবং আবাদি জমির উপর দিয়ে নির্মাণ করা হলে শুধু সম্পদ হারানোর আশঙ্কাই নয়, একই সঙ্গে মানুষের জীবন-নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।স্থানীয় বাসিন্দা হাবুল গলিয়া বলেন, “আমাদের ঘরবাড়ি, ভিটেমাটি, তিন ফসলি জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসালে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। আমরা এই অন্যায় প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।নাসিম মেম্বার বলেন, “বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন বসতবাড়ি আর আবাদি জমি ধ্বংস করে এই লাইন বসানো হচ্ছে তা বোধগম্য নয়। এই প্রকল্প বন্ধ করতে না পারলে আমরা ঢাকাসহ দেশব্যাপী আন্দোলনে যাব।এলাকার যুব প্রতিনিধি সুমন বলেন, “বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তবে মানুষের বসতভিটা আর জমির ক্ষতি করে নয়। আমরা শান্তিপূর্ণভাবে এই প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি জানাচ্ছি।এ সময় বক্তারা আরও জানান, তারা প্রকল্প কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কৃষক,শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓