নিজস্ব প্রতিবেদক :
সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, স্বাধীনতা মানে শুধু একটি পতাকা নয়, স্বাধীনতা হল একটি জাতির নিজস্ব পথচলা। সার্বভৌমত্ব মানে হলো জাতি তার অভ্যন্তরীণ ও বৈদেশিক সব সিদ্ধান্ত কিংবা প্রভাব সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু বর্তমানে বিশ্বের বাস্তবতায় দেখা যাচ্ছে যুদ্ধ নেই বটে কিন্তু এক অদৃশ্য চাপে রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কখন ও অর্থনৈতিক শর্ত কখনো রাজনৈতিক পক্ষপাতিত্ব আবার কখনো কৌশলগত জোটের চাপ। তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশের ভিতরে যখন গনতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়, দুর্নীতি যখন রাষ্ট্রীয় কাঠামোকে খেয়ে ফেলে তখন শুধু বাইরের হুমকি নয় ভেতরের দুর্বলতা ও আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা একদিনের অর্জন নয়, তেমনি সার্বভৌমত্ব রক্ষা ও একদিনের নয় বরং প্রতিদিনের দায়িত্ব। এ দায়িত্ব রাষ্ট্রের, রাজনীতিবিদের, প্রশাসনের, সংবাদ মাধ্যমের তথা সর্বোপরি জনগণের।