কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ও সদর ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী পারভীন আক্তারের সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন।প্রশিক্ষণে স্থানীয় বিচার ব্যবস্থাকে সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদকে দক্ষ করার উপর জোর দেয়া হয়।