কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত।সোমবার (২৩ জুন) বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে কাব কার্ণিভাল আয়োজনের অংশ হিসেবে কাউখালীতেও কাব কার্নিভাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ এর সভাপতি স্বজল মোল্লা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার সুব্রত রায়, উপজেলা স্কাউট সম্পাদক সামসুর রহমান মিজান, উপজেলা কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার ও উপজেলা স্কাউট লিডার বাবুল কৃষ্ণ ঘোষ সহ উপজেলা স্কাউট এর নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১ টায় জাতীয়ভাবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে একযোগে সারা বাংলাদেশের কাব কার্নিভাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।
উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে ছয় জন কাব স্কাউটার ও একজন কাব শিক্ষক সহ সর্বমোট ২১০ জন কাব স্কাউটার ও কাব লিডার এ কার্নিভালে অংশ নেয়। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বিষয় নির্ধারণ, নির্ধারিত বিষয়গুলি উপস্থাপন (বিভিন্ন ষ্টেশন তৈরি), কার্ণিভাল আরম্ভের পূর্বে একজন রাজা ও একজন মন্ত্রী সেজে প্রথমে রাজা এই আনন্দ দায়ক, উদ্দীপনামূলক, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যাখ্যা করেন। কার্ণিভাল চলাকালীন রাজা ও মন্ত্র্রি ঘুরে ঘুরে স্টেশন পরিদর্শণ করেন এবং কার্ণিভাল শেষে তাবু জলসা ও মুল্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।