কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীর একটি বেকারিতে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার উজিয়াল খান এলাকায় রামিন নামের বেকারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বিএসটিআই। জানাযায়, উপজেলার উজিয়াল খান এলাকায় বৈধ কাগজপত্র ( লাইসেন্স) না নিয়ে অবৈধ ভাবে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে আসছে রামিন নামের একটি বেকারি। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এসময় অনুমোদনহীন খাদ্য তৈরির দায়ে ও ভুয়া বিএসটিআইয়ের মনোগ্রাম- নাম্বার ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে খাদ্য তৈরি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, রামিন নামের একটি বেকারি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়া খাদ্য তৈরি করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, খাদ্যে মানবদেহের ক্ষতি কারক রং মেশানো, মান নির্ণয় না করেই বিএসটিআই এর লোগো ব্যবহার করেছে। এসব কারণে বেকারিটির খাদ্য তৈরি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বরিশাল অঞ্চলের ফিল্ড অফিসার মোঃ ইয়াছির আরাফাত।অভিযানে কাউখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।