1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা, নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম গজারিয়ায় শিক্ষার্থী ও তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পিরোজপুর- ২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন ড. ফয়সাল খান ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর লাইট সংযোগের বৈদ্যুতিক তার চুরি

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রীর (বেকুটিয়া সেতু) সেতুর লাইট সরবরাহের তার একটি সংঘবদ্ধ চোরের দল কেটে চুরি করে নিয়ে গেছে।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সেতুর বেকুটিয়া অংশে চোরের দল আণ্ডারগ্রাউণ্ড কানেটিং এর ৪০০ মিটার বৈদ্যিুতিক লাইনের তার চুরি করে নিয়ে যায়। ফলে বেকুটিয়া সেতু ও এপ্রোচ সড়ক রাতে আলোহীন অবস্থা বিরাজ করছে। এতে রাতের বেলা সেতু পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ একদল চোরচক্র কঁচা নদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যতিক লাইনের আনুমানিক ৪০০ মিটার তার কেটে নিয়ে যায়। এতে শুক্রবার রাত থেকে সেতু ও এপ্রোচ সড়কে বৈদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি রাতে আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্য রাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে। এ সংবাদ পেয়ে সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ বৈদ্যুতিক তার কেটে নিয়েছে সংবদ্ধ চোরচক্র। ফলে সেতুটি ও এপ্রোচ সড়ক রাতে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ-চীন মেত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কোম্পানী নির্মাণ করেন। বিদ্যুত লাইনের কেবল থেকে সকল যন্ত্রাংশ চীনের তৈরী। খুব উন্নত মানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর তার চুরির বিষয়টি সড়ক ও জনপদ বিভাগ থেকে অবগত হয়েছি। রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে পুলিশের টহল জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓