কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মো: মিল্টন হোসেন, ইমামউদ্দিন মোহাম্মদ, মোঃ আব্দুল বাছেত, মারুফর রহমান ও রাজু তালুকদার প্রমুখ। ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, উপজেলার প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে। বর্তমানে কাউখালী ভূমি অফিসে সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফ্রি দিয়ে জমির নামজারি করা হয়।বিশেষ অতিথির বক্তব্য সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, ভূমি সেবা সংক্রান্ত ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে কোন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করার জন্য আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন।ভূমি সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণীর শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।