নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বনার্ঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।গজারিয়া উপজেলার রসূলপুর খেয়াঘাট এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান,মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও আনন্দ র্যালীর মাধ্যমে দিনটি উদযাপন করে স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মী’রা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:ইদ্রিস মিয়াজী(ভিপি মোহন),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো:মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এএসএম জুয়েল,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সদস্য সচিব আব্দুর রহমান শফিক প্রমুখ।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো:রিফাত প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন উপজেলা সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।